সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

জর্জ হ্যারিসন স্মরণে ‘বাংলাদেশ’, আইয়ুব বাচ্চু স্মরণে ‘আমার বাংলাদেশ’

শুক্রবার সারা দিন ধরেই থেমে থেমে হয়েছে বৃষ্টি। ছুটির দিনের সঙ্গে এমন আবহাওয়া, রাস্তাঘাট ছিল একদম ফাঁকা। কর্মব্যস্ত দিনে রাজধানীর তেজগাঁও এ যে কোলাহল পাওয়া যায়, ছুটির দিনে তা হয়ে যায় রাজ্যের নীরবতা। ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারে এদিন গান শোনানোর কথা ছিল সংগীতশিল্পী মিনার রহমানের। স্বাভাবিকভাবেই দর্শক সমাগম নিয়ে সন্দেহ উঁকি দিচ্ছিল। কিন্তু একসময় অবাক হতে হয়েছে, এ সংগীতশিল্পীর একক পরিবেশনা শুনতে এদিন কাকভেজা হয়ে হাজির হন শ্রোতারা। নির্ধারিত আসন পূর্ণ হয়ে দাঁড়িয়েও গান শুনেছেন অনেকেই!

মিনার রহমানকে এদিন যথেষ্ট সময়সচেতন মনে হয়েছে। ঠিক নির্ধারিত সময়ে তিনি মঞ্চে আসেন। টানা দুই ঘণ্টার পারফরম্যান্সে নেননি কোনো বিরতি। সাড়ে সাতটায় ‘তা জানি না’ দিয়ে শুরু করেন পারফরম্যান্স। এরপর দর্শকদের সঙ্গে নিয়ে গান তাঁর অন্যতম জনপ্রিয় গান ‘দেয়ালে দেয়ালে’। রাত সাড়ে ৯টা পর্যন্ত চলা কনসার্টে মিনার একে একে শুনিয়েছেন ‘কারণে অকারণে’, ‘ভুল শহরে’, ‘আহা রে’, ‘ঘুম ভাঙা’, ‘সাদা’–সহ জনপ্রিয় সব গান। এদিন ‘ঝুম’ দিয়ে শেষ করেন পারফরম্যান্স।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles