ফ্যাশন ব্র্যান্ড অ্যাবারক্রোমবি অ্যান্ড ফিচের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাইক জেফরিস ও তাঁর ব্রিটিশ সঙ্গী ম্যাথু স্মিথকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। তাঁদের বিরুদ্ধে যৌনকর্মের জন্য মানব পাচারের অভিযোগ আনা হয়েছে।
জেফরিস এবং স্মিথের আইনজীবীরা এর আগে তাঁদের বিরুদ্ধে আনা সব ধরনের অভিযোগ অস্বীকার করেছিলেন।
গত বছর বিবিসির এক তদন্ত প্রতিবেদনে জেফরিস ও স্মিথের যৌনকর্মের জন্য মানব পাচারের তথ্য উঠে আসে। তাতে দাবি করা হয়, নিউইয়র্কের নিজেদের বাসভবন ছাড়া বিশ্বের বিভিন্ন হোটেলে যৌনকর্মের জন্য মানব পাচারে তাঁরা জড়িত রয়েছেন।