১২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দাবানলে বাড়ি অক্ষত থাকার ঘটনাটি হাওয়াইয়ের, লস এঞ্জেলসের নয়

২০২৫ সালের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে সপ্তাহব্যাপী দাবানলে হাজারো বাড়িঘর পুড়ে ছাই হয়েছে। এর মাঝেই সামাজিক মাধ্যমের নানান পোস্টে পুড়ে যাওয়া এক এলাকায় লাল ছাদযুক্ত অক্ষত একটি বাড়ির ছবি ছড়িয়ে অসত্যভাবে দাবি করা হচ্ছে যে, বাড়িটির মালিক মুসলমান হওয়ায় এবং সেখানে কোরআনের কপি থাকায় সেটি পুড়ে যায়নি। প্রকৃতপক্ষে ছবিটি ২০২৩ সালে হাওয়াইয়ের লাহিয়ানা শহরে দাবানলে ঘটনার সময় তোলা। সাম্প্রতিক সংস্কার কাজের ফলে বাড়িটি আগুনে অক্ষত থাকার পেছনে ভূমিকা রাখতে পারে বলে যুক্তরাষ্ট্রের মিডিয়ার রিপোর্ট থেকে জানা গেছে।
গত ১২ জানুয়ারি ২০২৫ তারিখে বাংলা ভাষার এক ফেসবুক পোস্টে ছবিটি শেয়ার করে ক্যাপশন দেয়া হয়, “আমেরিকায় দাবানলে সব পুড়ে শেষ। কিন্তু এই বাড়িটি আগুনে পুড়ে নাই, কারণ কি জানেন? কারণ এই বাড়িটি একজন মুসলিমের, এই ঘরে পবিত্র কোরআন ছিল। সুবহানাল্লাহ।”

১২০০ এর অধিক শেয়ার হওয়া ছবিটিতে দেখা যাচ্ছে, আগুনে ধ্বংস্তুপে পরিণত হওয়া একটি এলাকায় লাল রঙা ছাদের একটি বাড়ি অক্ষত অবস্থায় রয়েছে।

একই ছবি বাংলা ভাষায় ফেসবুকে এখানে ও এখানে শেয়ার করা হয়েছে। এছাড়াও ইংরেজি, হিন্দি এবং থাই ভাষাও ছবিটি পোস্ট করা হয়েছে। তবে ফিলিপিনো ভাষায় পোস্ট করা কিছু ক্যাপশনে বাড়ির মালিককে খ্রিষ্টান বলে দাবি করা হয়েছে।

লস এঞ্জেলসে ভয়াবহ দাবানলে অন্তত ২৪ জনের নিহত এবং ৯০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ার ঘটনার মধ্যেই ছবিটি সামাজিক মাধ্যমে ছড়িয়েছে (আর্কাইভ লিংক)।

স্থানীয় বাসিন্দা যখন এর পেছনের কারণ জানতে উদগ্রীব এবং সামাজিক মাধ্যমের অযাইকৃত ভিডিওতে যখন নানান ধরনের দাবি করা হচ্ছে তখন এই দাবানলের কারণ খুঁজে বের করতে অগ্নি বিশেষজ্ঞরা ধ্বংস্তুপের মধ্যে চিরুনী অভিযান চালাচ্ছেন।

অনেক সময় দাবানল ইচ্ছাকৃতভাবে লাগানো হলেও এটি পরিবেশের জীবনচক্রেরই একটি গুরুত্বপূর্ণ অংশ।

তবে অনলাইনে ছড়ানো আলোচ্য ছবিটি আমেরিকার দ্বিতীয় বৃহত্তম শহরে লাগা আগুনের ঘটনার নয়।

About Author Information

সমালোচিত ইসলামী দুই বক্তার যত মিথ্যাচার, ইসলামী আলোচনার নামে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ

দাবানলে বাড়ি অক্ষত থাকার ঘটনাটি হাওয়াইয়ের, লস এঞ্জেলসের নয়

আপডেট : ০৫:০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫

২০২৫ সালের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে সপ্তাহব্যাপী দাবানলে হাজারো বাড়িঘর পুড়ে ছাই হয়েছে। এর মাঝেই সামাজিক মাধ্যমের নানান পোস্টে পুড়ে যাওয়া এক এলাকায় লাল ছাদযুক্ত অক্ষত একটি বাড়ির ছবি ছড়িয়ে অসত্যভাবে দাবি করা হচ্ছে যে, বাড়িটির মালিক মুসলমান হওয়ায় এবং সেখানে কোরআনের কপি থাকায় সেটি পুড়ে যায়নি। প্রকৃতপক্ষে ছবিটি ২০২৩ সালে হাওয়াইয়ের লাহিয়ানা শহরে দাবানলে ঘটনার সময় তোলা। সাম্প্রতিক সংস্কার কাজের ফলে বাড়িটি আগুনে অক্ষত থাকার পেছনে ভূমিকা রাখতে পারে বলে যুক্তরাষ্ট্রের মিডিয়ার রিপোর্ট থেকে জানা গেছে।
গত ১২ জানুয়ারি ২০২৫ তারিখে বাংলা ভাষার এক ফেসবুক পোস্টে ছবিটি শেয়ার করে ক্যাপশন দেয়া হয়, “আমেরিকায় দাবানলে সব পুড়ে শেষ। কিন্তু এই বাড়িটি আগুনে পুড়ে নাই, কারণ কি জানেন? কারণ এই বাড়িটি একজন মুসলিমের, এই ঘরে পবিত্র কোরআন ছিল। সুবহানাল্লাহ।”

১২০০ এর অধিক শেয়ার হওয়া ছবিটিতে দেখা যাচ্ছে, আগুনে ধ্বংস্তুপে পরিণত হওয়া একটি এলাকায় লাল রঙা ছাদের একটি বাড়ি অক্ষত অবস্থায় রয়েছে।

একই ছবি বাংলা ভাষায় ফেসবুকে এখানে ও এখানে শেয়ার করা হয়েছে। এছাড়াও ইংরেজি, হিন্দি এবং থাই ভাষাও ছবিটি পোস্ট করা হয়েছে। তবে ফিলিপিনো ভাষায় পোস্ট করা কিছু ক্যাপশনে বাড়ির মালিককে খ্রিষ্টান বলে দাবি করা হয়েছে।

লস এঞ্জেলসে ভয়াবহ দাবানলে অন্তত ২৪ জনের নিহত এবং ৯০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ার ঘটনার মধ্যেই ছবিটি সামাজিক মাধ্যমে ছড়িয়েছে (আর্কাইভ লিংক)।

স্থানীয় বাসিন্দা যখন এর পেছনের কারণ জানতে উদগ্রীব এবং সামাজিক মাধ্যমের অযাইকৃত ভিডিওতে যখন নানান ধরনের দাবি করা হচ্ছে তখন এই দাবানলের কারণ খুঁজে বের করতে অগ্নি বিশেষজ্ঞরা ধ্বংস্তুপের মধ্যে চিরুনী অভিযান চালাচ্ছেন।

অনেক সময় দাবানল ইচ্ছাকৃতভাবে লাগানো হলেও এটি পরিবেশের জীবনচক্রেরই একটি গুরুত্বপূর্ণ অংশ।

তবে অনলাইনে ছড়ানো আলোচ্য ছবিটি আমেরিকার দ্বিতীয় বৃহত্তম শহরে লাগা আগুনের ঘটনার নয়।