সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি যথাসময়েই, পদ নির্ধারণ শিগগিরই

সরকারি কর্ম কমিশন (পিএসসি) বলছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে তাদের কথা হচ্ছে। ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি যথাসময়েই হবে। তবে পদের সংখ্যা কত, তা পিএসসি জানতে পারেনি। তবে পদ শিগগিরই নির্ধারিত হবে বলে জানিয়েছে পিএসসির ক্যাডার শাখা। সেখান থেকেই এসব তথ্য জানা গেছে।

জানতে চাইলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত ৪৭তম বিসিএস নিয়ে কথা হচ্ছে। তারা শিগগিরই পদ পাঠাবে বলে জানিয়েছে।’

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি কখন প্রকাশিত হবে জানতে চাইলে আনন্দ কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘আমাদের যে সময় আছে মানে যে সময়ে আমরা নিয়মিত বিজ্ঞপ্তি প্রকাশ করি, সেই সময়েই ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।’

৪৭তম বিসিএস নিয়ে মহাপরিকল্পনা পিএসসির

সবকিছু ঠিক থাকলে এ বছরের শেষ দিকে নতুন যে বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, সেটি হবে ৪৭তম বিসিএস। এ বিসিএস ঘিরে কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি) ও জনপ্রশাসন মন্ত্রণালয়। বিজ্ঞপ্তি থেকে শুরু করে কীভাবে ৪৭তম বিসিএস এগিয়ে নেওয়া যায়, তা নিয়ে কর্মপরিকল্পনাও ঠিক করা শুরু করেছে পিএসসি।

পিএসসি সূত্র জানায়, ৪৭তম বিসিএসের প্রস্তুতি পুরোদমে শুরু হয়ে গেছে। পিএসসি চেয়ারম্যান পিএসসির এক সদস্যকে ৪৭তম বিসিএসের সার্বিক বিষয় দেখার দায়িত্ব দিয়ে অফিস আদেশ জারি করেছেন। এ বিসিএসের সার্বিক দায়িত্বে থাকবেন অধ্যাপক দেলোয়ার হোসেন।

পিএসসির এক দায়িত্বপ্রাপ্ত উচ্চপর্যায়ের কর্মকর্তা প্রথম আলোকে বলেন, অধ্যাপক দেলোয়ার হোসেনকে ৪৭তম বিসিএসের দায়িত্ব দেওয়া হয়েছে। নিয়ম অনুসারে প্রতিটি বিসিএসের সার্বিক বিষয় একজন সদস্য সমন্বয় করেন। এবার অধ্যাপক দেলোয়ার হোসেনকে আগেভাগেই ৪৭তম বিসিএসের দায়িত্ব দেওয়া হলো, যাতে তিনি সবকিছু গুছিয়ে করতে পারেন। ওই কর্মকর্তা বলেন, পিএসসি চাইছে ৪৭তম বিসিএস হবে এমন একটি বিসিএস, যার সবকিছু আগে থেকেই ক্যালেন্ডার মেনে করা হবে। অর্থাৎ বিজ্ঞপ্তি কখন হবে, প্রিলিমিনারি পরীক্ষা কখন হবে, লিখিত বা ভাইভা কোন সময় নেওয়া হবে—সবকিছুই নিয়ম মেনে নির্ধারিত থাকবে। সময় কমিয়ে আনার যে মহাপরিকল্পনা পিএসসির, সেটি শতভাগ প্রয়োগ হবে ৪৭তম বিসিএসে। এ জন্য সদস্যকে দায়িত্ব দেওয়ার মাধ্যমে তাঁকে আগে থেকেই পরিকল্পনা ঠিক করার তাগিদও দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles