সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

ইউসিবির নতুন এমডি হলেন মোহাম্মদ মামদুদুর রশীদ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মামদুদুর রশীদ। সম্প্রতি তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়। আর্থিক পরিষেবা খাতে তাঁর তিন দশকের অভিজ্ঞতা রয়েছে। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে মামদুদুর রশীদ ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকের (এনসিসি) এমডি ও সিইও ছিলেন। সেখানে তিনি ব্যাংকটির ব্যবসায়িক প্রসার, বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণ ও সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

মামদুদুর রশীদের নেতৃত্বে এনসিসি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সেরা প্রাথমিক ডিলার হিসেবে স্বীকৃতি পায়। একই সঙ্গে ২০২৩ সালে দ্রুত বর্ধনশীল ব্র্যান্ড হিসেবে গ্লোবাল ব্র্যান্ড ম্যাগাজিনের পুরস্কার পায়। এ ছাড়া মামদুদুর রশীদের কৌশলগত দিকনির্দেশনায় এনসিসি ইসলামী ব্যাংকিংয়ের যাত্রা শুরু হয়।

বহুজাতিক সিটিব্যাংক এনএ বাংলাদেশে যোগদানের মাধ্যমে মামদুদুর রশীদের কর্মজীবন শুরু হয় ১৯৯৫ সালে। তিনি এই ব্যাংকে বাংলাদেশ, ভারত ও অস্ট্রেলিয়ায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি সিটিব্যাংক এনএ বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দীর্ঘ কর্মজীবনে মামদুদুর রশীদ করপোরেট ও এসএমই, ফিন্যান্স, অপারেশনস, ঝুঁকি ব্যবস্থাপনা, কমপ্লায়েন্স, মানবসম্পদ, সাধারণ সেবাসহ বিভিন্ন ব্যাংকিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles