জনপ্রিয় ভিডিও গেম ফোর্টনাইট নির্মাতা এপিক গেমস অ্যালফাবেটের মালিকানাধীন গুগল এবং দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাংয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মামলার অভিযোগে বলা হয়েছে, গুগলের প্লে স্টোরকে প্রতিযোগিতা থেকে রক্ষা করতে দুই কোম্পানি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। খবর রয়টার্স।
খবরে বলা হয়, সোমবার ক্যালিফোর্নিয়াতে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে মামলাটি দায়ের করে। অভিযোগে বলা হয়, স্যামসাংয়ের স্মার্টফোনে ‘অটো ব্লকার’ নামের একটি নিরাপত্তা ফিচার চালু করেছে, যা ব্যবহারকারীদের প্লে স্টোর বা স্যামসাংয়ের গ্যালাক্সি স্টোর ছাড়া অন্য উৎস থেকে অ্যাপ ডাউনলোড করতে বাধা দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এটি গুগলের বিরুদ্ধে এপিকের দ্বিতীয় অ্যান্টি ট্রাস্ট মামলা।
এপিক বলছে, স্যামসাং ও গুগল মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যান্টি ট্রাস্ট আইন লঙ্ঘন করছে, কারণ তারা ব্যবহারকারীদের অ্যাপ নির্বাচনের সুযোগ কমাচ্ছে এবং প্রতিযোগিতাকে বাধা দিচ্ছে, যা অ্যাপের দাম কমাতে সহায়ক হতে পারত।
এ বিষয়ে গুগল এক বিবৃতিতে জানিয়েছে, মামলাটি ভিত্তিহীন। অ্যান্ড্রয়েড ডিভাইস নির্মাতা তাদের ব্যবহারকারীদের নিরাপদ রাখতে নিজস্ব উদ্যোগ নিতেই পারেন।
স্যামসাং বলেছে, এপিক গেমসের ভিত্তিহীন অভিযোগগুলো কঠোরভাবে মোকাবিলার পরিকল্পনা করছে।