বিশ্বব্যাপী বড় ধরনের বিভ্রাটের মুখে পড়েছে ইলোন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের স্টারলিংক ইন্টারনেট পরিষেবা। একটি অভ্যন্তরীণ সফটওয়্যারের সমস্যার জেরে বিশ্বের লাখো ব্যবহারকারী একসঙ্গে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে যান। প্রায় আড়াই ঘণ্টা পর ইন্টারনেট পরিষেবা আবার সচল হয়। খবর রয়টার্সের।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকাল ৩টার দিকে এ বিভ্রাট শুরু হয় বলে জানিয়েছে আউটেজ-ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টর। তারা আরো জানিয়েছে, আড়াই ঘণ্টায় প্রায় ৬১ হাজার ব্যবহারকারী তাদের কাছে ইন্টারনেট সংযোগে বিঘ্ন ঘটার কথা জানিয়েছেন।
বিশ্বের ১৪০ দেশ ও অঞ্চলের অন্তত স্পেসএক্সের স্টারলিংকের ৬০ লাখেরও বেশি গ্রাহক রয়েছেন। তাদের উদ্দেশ্যে এক এক্স পোস্টে প্রতিষ্ঠানটি জানিয়েছে এর সমাধান করতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে তারা।
প্রতিষ্ঠানটির ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাইকেল নিকোলস জানান, বিঘ্ন ঘটার প্রায় আড়াই ঘণ্টা পর ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক হয়। ব্যবহারকারীদের কাছে দুঃখপ্রকাশ করে তিনি আরও বলেন, নেটওয়ার্ক ব্যবস্থায় অন্যতম গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ সফটওয়্যার সেবার ব্যর্থতায় এ বিভ্রাট ঘটে। পাশাপাশি এর মূল কারণ উদঘাটনের প্রতিশ্রুতিও দেন তিনি।
এদিকে এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ইলোন মাস্ক নিজেও। এক এক্স পোস্টে তিনি লেখেন, বিভ্রাটের জন্য দুঃখিত। স্পেসএক্স এর মূল কারণ খুঁজে বের করে সমাধান করবে, যেন ভবিষ্যতে আর এমন ঘটনা না ঘটে।