বলিউডের অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে নিয়ে গুঞ্জনের শেষ নেই। বিয়ের পর থেকে অনেকবারই তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার গুজব রটেছে। এবার চাউর হয়েছে তাঁর অসুস্থতার গুঞ্জন।
গত শুক্রবার দিল্লির বিমানবন্দরে দেখা গেছে ক্যাটরিনার ডান হাতের কনুইয়ের ওপরে লাগানো একটি কালো প্যাচ, যা কোনোভাবেই সাজের অনুষঙ্গ নয়। ভক্তদের বুঝতে বাকি নেই, এটি কোনো স্বাস্থ্য–সংক্রান্ত প্যাচ।
এর পর থেকেই ক্যাটরিনা কি অসুস্থ—এমন প্রশ্ন তুলছেন ভক্ত-অনুরাগীরা। গত কয়েক মাসে বারবার শিরোনামে এসেছে নায়িকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর। শেষ পর্যন্ত সেটি গুঞ্জন বলেই প্রমাণিত হয়। কিন্তু দীর্ঘদিন বিদেশে পরিবারের সঙ্গে দিন কাটাচ্ছিলেন অভিনেত্রী।
বিমানবন্দরে ক্যাটরিনার পরনে ছিল ফুলেল ছাপার সিল্কের শাড়ি। কানে বড় ঝুমকা, কপালে ছোট্ট টিপে মোহনীয় রূপে ধরা দেন অভিনেত্রী। এর মধ্যে কনুইয়ের ওপর লাগানো কালো প্যাচ দেখেন ভক্তরা।
প্যাচ দেখে অনেকে ভাবছেন, অভিনেত্রীর ডায়াবেটিস ধরা পড়েছে। এক ভক্ত বলছেন, ‘এটা ডায়াবেটিস প্যাচ। ক্যাটরিনা ঠিক আছেন তো?’