১২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

তিউনিসিয়া থেকে ফিরেছেন ১৯ বাংলাদেশী

লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় তিউনিসিয়া থেকে স্বেচ্ছায় দেশে প্রত্যাবাসনেচ্ছুক ১৯ জন বাংলাদেশী নাগরিককে গতকাল বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে। তারা অনিয়মিতভাবে তিউনিসিয়ায় অবস্থান করছিলেন।

প্রত্যাবাসিত বাংলাদেশীদের বেশির ভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাত্রার উদ্দেশে মানব পাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় তিউনিসিয়ায় অনুপ্রবেশ করেন। তাদের অনেকে তিউনিসিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন। পররাষ্ট্রসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা প্রত্যাবাসিতদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান এবং তাদের মতো অবৈধভাবে এ ভয়ংকর পথ পাড়ি দিয়ে আর যেন কেউ তিউনিসিয়ায় না যায়, এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার জন্য তাদের এ অমানবিক অভিজ্ঞতা সবার সঙ্গে বিনিময় করার অনুরোধ জানান। এ সময় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে ৬ হাজার টাকা, কিছু খাদ্যসামগ্রী উপহার, চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।

তিউনিসিয়ায় বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশী নাগরিকদের নিরাপদে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা একসঙ্গে কাজ করছে।

 

About Author Information

সমালোচিত ইসলামী দুই বক্তার যত মিথ্যাচার, ইসলামী আলোচনার নামে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ

তিউনিসিয়া থেকে ফিরেছেন ১৯ বাংলাদেশী

আপডেট : ০২:২৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় তিউনিসিয়া থেকে স্বেচ্ছায় দেশে প্রত্যাবাসনেচ্ছুক ১৯ জন বাংলাদেশী নাগরিককে গতকাল বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে। তারা অনিয়মিতভাবে তিউনিসিয়ায় অবস্থান করছিলেন।

প্রত্যাবাসিত বাংলাদেশীদের বেশির ভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাত্রার উদ্দেশে মানব পাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় তিউনিসিয়ায় অনুপ্রবেশ করেন। তাদের অনেকে তিউনিসিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন। পররাষ্ট্রসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা প্রত্যাবাসিতদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান এবং তাদের মতো অবৈধভাবে এ ভয়ংকর পথ পাড়ি দিয়ে আর যেন কেউ তিউনিসিয়ায় না যায়, এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার জন্য তাদের এ অমানবিক অভিজ্ঞতা সবার সঙ্গে বিনিময় করার অনুরোধ জানান। এ সময় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে ৬ হাজার টাকা, কিছু খাদ্যসামগ্রী উপহার, চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।

তিউনিসিয়ায় বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশী নাগরিকদের নিরাপদে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা একসঙ্গে কাজ করছে।